Fishing Vessel Capsized: বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিরাপদে উদ্ধার মৎস্যজীবীরা - বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের ট্রলার ডুবি
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/21-07-2023/640-480-19057238-thumbnail-16x9-bay.jpg)
বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের ট্রলার ডুবি। এই ট্রলারে মোট 17 জন মৎস্যজীবী ছিলেন। যদিও সকলেই নিরাপদে আছেন ৷ দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ মৎস্য বন্দর থেকে 'এফবি অনীক' নামে একটি ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা দিয়েছিল। বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগর এলাকার বাঘের চর থেকে 40 কিলোমিটার দূরে গভীর সমুদ্রে মাছ ধরা সময় হঠাৎই ট্রলারের পাটাতনে ছিদ্র দেখা যায় ৷ ট্রলারটিতে জল ঢুকতে শুরু করে ৷ বেগতিক দেখে ট্রলারে থাকা মৎস্যজীবীরা সাহায্যের জন্য চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে পাশে থাকা 'এফবি অপরাজিতা' নামে একটি ট্রলার উদ্ধারের জন্য এগিয়ে আসে। সকল মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। ডুবে যাওয়া ট্রলারটিকে উদ্ধারের জন্য পাঁচটি ট্রলার ইতিমধ্যেই উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানা গিয়েছে। কাকদ্বীপ ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, "তিন-চার দিন আগে কাকদ্বীপের অক্ষয় নগরের একটি ফিশিং ট্রলার নাম এফবি অনীক 17 জন মৎস্যজীবীকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল ৷ চড়ে ধাক্কা লেগে ট্রলারটির পাটাতনে ছিদ্র হয়ে যায়। তা দিয়েই জল ঢুকতে শুরু করে ৷"