Fire at PWD Godown: শিলিগুড়িতে পূর্ত দফতরের পরিত্যক্ত কোয়ার্টার ও গুদামে আগুন - পূর্ত দফতরের পরিত্যক্ত কোয়ার্টার ও গুদামে আগুন
🎬 Watch Now: Feature Video
সাতসকালে শিলিগুড়ির এয়ারভিউ মোড়ের কাছে পূর্ত দফতরের পরিত্যক্ত কোয়ার্টারে আগুন (Fire at PWD Godown) ৷ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল শহরে। বুধবার সকালে অগ্নিকাণ্ডের ওই ঘটনাটি ঘটে একদম শহরের প্রাণকেন্দ্রে । সকালে স্থানীয়রা ওই কোয়ার্টারগুলি থেকে আগুন বেরোতে দেখেন । প্রথমে তাঁরা নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন ৷ কিন্তু তাতে কাজের কাজ হয়নি । এরপর খবর দেওয়া হয় দমকলে । খবর পেয়ে দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । তবে শর্টসার্কিট থেকে ওই অগ্নিকাণ্ডটি ঘটেছে বলে অনুমান স্থানীয়দের । পূর্ত দফতরের ওই কোয়ার্টারগুলি বেশ কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে । কোয়ার্টারের সঙ্গে রয়েছে গুদামও । সেই গুদামগুলি আবার কাঠের তৈরি হওয়ায় আগুন নিমেষে ভয়ানক আকার ধারণ করে । যদিও ঘটনায় হতাহতের কোনও খবর নেই ।