Fire at FD Block: সল্টলেকে ঝুপড়িতে আগুন, পুড়ে ছাই শতাধিক দোকান, আহত 1 - সল্টলেকে আগুন
🎬 Watch Now: Feature Video
সল্টলেক এফ ডি ব্লকের ঝুপড়ি মার্কেটে ভয়াবহ আগুন (fire at saltlake fd block Slum) ৷ পুড়ে ছাই শতাধিক দোকান ৷ বৃহস্পতিবার ভোরে আগুন লাগে ঝুপড়ি মার্কেটে ৷ মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় ঝুপড়ির শতাধিক দোকান ৷ দমকলের 7টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ৷ একে ঘিঞ্জি পরিবেশ, তার উপর হাওয়ার দাপট থাকায় আগুন নেভাতে গিয়ে সমস্যায় পড়ছেন দমকল কর্মীরা ৷ যদিও এই খবর লেখা পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি আগুন ৷ প্রাথমিক তদন্তে দমকল কর্মীদের অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে । এক দোকানদার আহত হয়েছেন । তাঁর নাম ভোলা নাথ পাইক । তাঁকে বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST