Eve Teasing in Howrah: ছাত্রীকে ইভটিজিং, ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার স্কুল চত্বর - হাওড়ায় ধুন্ধুমার
🎬 Watch Now: Feature Video
স্কুলের মধ্যেই নিগ্রেহর শিকার নবম শ্রেণির ছাত্রী ৷ বৃহস্পতিবার হাওড়ার লিলুয়ার একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে ঘটনাটি ঘটেছে (English Medium School Student Complaint of Eve-Teasing)৷ নির্যাতিতা ওই ছাত্রীর অভিযোগ, এদিন দশম শ্রেণির এক ছাত্র তার চুল ধরে টানে এবং ইভটিজিং করে ৷ একই স্কুলের পড়ুয়া নির্যাতিতা ছাত্রীর দাদা ঘটনার প্রতিবাদ করলে তাঁর উপর চড়াও হয় স্কুলের বেশকিছু ছাত্র ৷ স্কুলচত্বরে বেঁধে যায় ধুন্ধুমার ৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ যদিও স্কুলের প্রিন্সিপাল এবং অন্যান্য শিক্ষকরা ঘটনার কথা স্বীকার করলেও তাঁরা এই ব্যাপারে কোনও মন্তব্য করেননি ৷
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST