Elephants in Jhargram: তৃষ্ণা মেটাতে হামাগুড়ি দিয়ে পুকুরে নামল হাতির পাল, দেখুন ভিডিয়ো - elephants took bath
🎬 Watch Now: Feature Video
সংখ্যাটা 60 থেকে 70 হবে ৷ রবিবার সকালে ঝাড়গ্রামে জাতীয় সড়কের উপরে দাপিয়ে বেড়াল বিরাট সংখ্যা হাতির একটি দল। ওদের দেখে রাস্তার দু'পাশে সার বেঁধে দাঁড়িয়ে পড়ে গাড়ি। সেই দৃশ্য দেখে ভয়ে প্রাণ যায় যায় অবস্থা যাত্রীদের। ওদের পারাপারে জনসাধারণের থতমত অবস্থা দেখে গজরাজদের থোরাই কেয়ার। নিজেদের খেয়ালে ওরা ঘুরেছে একবারে ন্যাশনাল হাইওয়ের বুকের উপর। রবিবার সকাল থেকেই ঝাড়গ্রাম ব্লকের মোহনপুর এলাকায় 6 নম্বর জাতীয় সড়কের উপর হাতির পালের দাপিয়ে বেড়ানোর খবর দেওয়া হয় বনদফতরের কর্মীদের। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বনদফতরের কর্মীদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় হাতির দলটিকে স্থানীয় জঙ্গলের দিকে পাঠাতে সক্ষম হয়। পরে ওই 60 থেকে 70টি দাঁতাল গরমে জলের পিপাসা মেটাতে হানা দেয় পুকুরে ৷ হামাগুড়ি দিয়ে পুকুরে নেমে যায় একের পর এক হাতি। রবিবার দুপুরে ঝাড়গ্রাম জেলার লোধাশুলী রেঞ্জের নেকড়াবিন্ধা গ্রামের একটি পুকুরের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। ইতিমধ্যেই বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে এলাকার জঙ্গলগুলিতেও গ্রামবাসীদের যেতে নিষেধ করা হয়েছে।