Kali Puja 2023: ভদ্রেশ্বর গঙ্গার ঘাটে রামচন্দ্রের তির-ধনুক, জ্বলল আট হাজার প্রদীপ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 8:22 AM IST

অযোধ্যার কায়দায় আলোর উৎসব পালিত হল এ রাজ্যে। ভদ্রেশ্বরের গঙ্গার মিলঘাটে জ্বলল 8 হাজার প্রদীপ। উৎসবে মাতলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ৷ রামচন্দ্রকে নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় ৷ আশপাশের এলাকার বহু মানুষ এই উৎসবে সামিল হয়েছিলেন ৷ গঙ্গার ঘাটেই আলপনা দেওয়া হয় ৷ শনিবার সন্ধ্যায় সেই আলপনার উপর প্রদীপ সাজিয়ে সেগুলি প্রজ্জ্বলন করা হয় ৷ ঘাটের সিঁড়িতেও সার দিয়ে প্রদীপ জ্বালানো হয় ৷ আবার প্রদীপ দিয়ে রামের তির, ধনুক এবং ওম চিহ্ন এঁকেছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ৷ 

সংস্থার কর্মকর্তা শচিন সিং বলেন, "প্রভু রামের উদ্দেশ্যে আমাদের এই আলোর উৎসব পালন ৷ এখন সবাই চিনের তৈরি জিনিসপত্র ব্যবহার করছে ৷ মৃৎ শিল্পীদের তৈরি মাটির প্রদীপ হারিয়ে যেতে বসেছে ৷ সেই সব মৃৎ শিল্পীদের আর্থিক সাহায্যের জন্য এই চিন্তাভাবনা ৷ আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রতি বছরই এরকম প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উৎসব পালন করা হবে ৷" পুরাণে বর্ণিত আছে, রামচন্দ্র 14 বছর বনবাসে কাটিয়ে অযোধ্যায় ফিরেছিলেন ৷ সেদিন প্রদীপ জ্বালিয়ে উৎসব পালন করেছিল অযোধ্যাবাসী ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.