Durga Puja 2023: কল্পনা ও আলপনার মিশেলে তৈরি কল্যাণপুর আদিপুজোর থিম - দুর্গাপুজো 2023

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2023, 6:38 PM IST

আসানসোলের কল্যাণপুর এলাকায় যে কয়েকটি পুজো হয়, তার মধ্যে আদি দুর্গাপুজোর থিম প্রতিবছরই হয় নজরকাড়া ৷ এ বছর তাদের থিম কল্পনা আর আল্পনার মিশেলে এক অপরূপ মণ্ডপ ৷ যার গাত্রে রয়েছে প্রাচীন আমলের আলপনা ৷ পুজো উদ্যোক্তারা জানালেন যেভাবে পুরনো আমলে বাড়ির মহিলারা চালগুঁড়ির আলপনা দিতেন, সেই আলপনা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ৷ বর্তমানে স্টিকারের যুগে এখন আর কেউ আলপনা দেন না ৷ তাই সেই পুরনো যুগকে ফিরিয়ে নিয়ে আসতেই এই আয়োজন ৷ সঙ্গে রয়েছে গোটা মণ্ডপ জুড়েই বিশাল আকৃতির নানান মডেল ৷ যা দুর্গা প্রতিমার মুখের সঙ্গে সামঞ্জস্য রেখে বানানো ৷ আর সেই সকল মডেলের দেহের মধ্যে রয়েছে অজস্র আলপনার কারুকার্য ৷ আর প্রতিমার রূপও অসাধারণ ৷ কল্যাণপুর আদিপুজোর উদ্যোক্তারা জানালেন, এ বছর পুজোয় বিশেষ বৈঠকি আড্ডা করা হয়েছে পুজো মণ্ডপে ৷ এছাড়াও নানান সমাজসেবামূলক কাজও করছে তারা ৷ পুজো শুরু হতেই মানুষের ঢল নেমেছে ৷ সপ্তমীর দিন গভীর রাত পর্যন্ত এখানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ অষ্টমী, নবমীতে আরও ভিড় বাড়বে বলেই আশা উদ্যোক্তাদের ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.