Durga Puja 2023: উত্তরবঙ্গের 4 নদী থেকে আনা হয়েছে 100 টন পাথর, 'মাইলস্টোন' থিমে কী বোঝাবে বড়িশা সর্বজনীন ? - বড়িশা সর্বজনীন দুর্গোৎসব

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 2:31 PM IST

এবার 75 বছরে পদার্পণ করল বড়িশা সর্বজনীন ৷ তাদের পুজোর থিম 'মাইলস্টোন'। রাস্তার মাইলস্টোন দেখে আমরা যেমন বুঝতে পারি আর কতটা রাস্তা গেলে নিজেদের গন্তব্যে পৌঁছতে পারব, বা গন্তব্যস্থল থেকে কতটা দূরে আছি, কতটা পথ পেরিয়ে এলাম ইত্যাদি ৷ মানুষের জীবনে যেমন এরকম জার্নি থাকে, পাথরেরও তেমনই জার্নি থাকে । সে যখন কোনও পাহাড় থেকে পড়ে তার আকার বদলায়, গন্তব্য বদলায় । সেই বিষয়টাকেই এবার থিমের মাধ্যমে তুলে ধরতে চেয়েছে বড়িশা সর্বজনীন । তৈরি করা হয়েছে রিভার বেড । দেখানো হয়েছে যে সেখানে এসে কীভাবে একটি পাথর আটকে গিয়েছে । ঠিক যেমনটা ঘটে বাস্তবে । আর সেখানেই দেবী প্রতিমাকে স্থাপন করা হয়েছে । 

উত্তরবঙ্গের চারটি নদী অর্থাৎ, তিস্তা-তোর্সা-চেল এবং মূর্তি থেকে নিয়ে আসা হয়েছে প্রায় 100 টন পাথর । সেগুলিকে কেটে কেটে নানান আকার দেওয়া হয়েছে । আর সেগুলি দিয়েই তৈরি হয়েছে পুজো মণ্ডপ । জানুয়ারি মাস থেকে শুরু হয়েছিল এই মণ্ডপ নির্মাণের কাজ । ভাবনায় বিমল সামন্ত । প্রতিমা তৈরি করেছেন আলোক কুমার দে । আলোকসজ্জায় রয়েছেন পিনাকী গুহ । 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.