Durga Puja 2023: মায়াপুরের ইসকন মন্দির আদলে পুজো মণ্ডপ কুলপিতে
🎬 Watch Now: Feature Video
বিশ্বের সবচেয়ে বড় মন্দির মায়াপুরের ইসকন মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। সেই মায়াপুর ইসকন মন্দিরের আদলে এবার তাদের দুর্গাপুজোর মণ্ডপ তৈরি করল কুলপি থানা সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি । এবছর 75তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো ৷
চোখ ধাঁধানো আলোকসজ্জা আর সাবেকিয়ানায় ইতিমধ্যেই নজর কেড়েছে কুলপি থানার অধিবাসীবৃন্দ সর্বজনীন দুর্গোৎসবের পুজো মণ্ডপ। এখানকার আলো ও মণ্ডপসজ্জা দেগে মুগ্ধ দর্শনার্থীরাও ৷ অষ্টমীর সন্ধ্যাতেও এখানে প্রচুর ভিড় হয়েছে ৷ এই পুজো বিষয়ে কমিটির সদস্য সৌরভ সাহা বলেন, "এবছর আমরা বিশ্বশান্তির বার্তা নিয়ে হাজির হয়েছি। চারিদিকে যুদ্ধ হচ্ছে এবং কত মানুষ মারা যাচ্ছে, তাই বিশ্বশান্তির বার্তা নিয়ে আমরা এবছর বিশ্বের সবচেয়ে বড় মন্দির মায়াপুর ইসকন মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করেছি।" দক্ষিণ 24 পরগনার পুজোগুলির মধ্যে অন্যতম এই কুলপি থানা সর্বজনীন দুর্গোৎসব ৷ 75তম বর্ষে মায়াপুরের ইসকন মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করে এই পুজো চমক দিয়েছে বলাই যায় ৷ এই পুজোর বাজেট আনুমানিক প্রায় 10-15 লক্ষ টাকা ৷ মণ্ডপের দেবী প্রতিমার অপূর্ব রূপও সকলের প্রশংসা কুড়িয়েছে ৷