Durga Puja 2023: হাতি-সহ বন্যপ্রাণ বাঁচানোর বার্তা, নজর কাড়ছে আসানসোলের কল্যাণপুরের এই পুজো - asansol
🎬 Watch Now: Feature Video
Published : Oct 22, 2023, 5:17 PM IST
কেরলে আনারসের মধ্যে বোম ঢুকিয়ে একটি অন্তঃসত্ত্বা হাতিকে খাওয়ানো হয়েছিল । আর যার ফলে পেটের মধ্যে বোমা ফেটে ওই অন্তঃসত্ত্বা হাতিটির মৃত্যু হয় । 2020 সালের জুন মাসের এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল সকলকে ৷ পশুপ্রেমীরা তো বটেই ঘটনার নিন্দায় সরব হয়েছিলেন সাধারণ মানুষও ৷ দেশজুড়ে উঠেছিল নিন্দার ঝড় । সেই ঘটনায় প্রাণ হারানো হাতিটিকে স্মরণ করে এবার আসানসোলের কল্যাণপুর স্কিম টু-এর পুজোর থিম বানানো হয়েছে এই বছর ।
এই বছর এই পুজোর থিম 'দন্তী মায়ের দন্তে কারিগরি' ৷ মণ্ডপে ঢোকার আগেই বিরাট আকারের একটি ঐরাবত দাঁড়িয়ে আছে । শুধু তাই নয় গোটা মণ্ডপজুড়েই হাতি এবং হাতির দাঁতের আদলে নানা কাজকে তুলে ধরা হয়েছে। পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন, কেরলের ওই ঘটনা স্তম্ভিত করেছিল গোটা দেশকে। সেই কারণে বন্যপ্রাণ বাঁচাতে এবং বিশেষ করে হাতি বাঁচাতে, হাতির দাঁত বাঁচানোর বার্তা দিতে বেছে নেওয়া হয়েছে এই পুজোর থিম । কল্যাণপুরের স্কিম টু-এর পুজোয় প্রতিমা সাবেকি হলেও এখানকার প্রতিমার রূপ অনন্য। মৃৎশিল্পীর হাতের কাজে প্রতিমা যেন জীবন্ত হয়ে উঠেছে । প্রচুর দর্শক সমাগমও হচ্ছে এই মণ্ডপে, হচ্ছে কাজের প্রশংসাও ৷