Durga Puja 2023: মহাষ্টমীতে কুমারী পুজোয় ভক্তদের ভিড় বেলুড় মঠে

🎬 Watch Now: Feature Video

thumbnail

প্রতি বছরের মতো এ বছরও পূর্ণার্থী ও ভক্ত সমাগমের মধ্যেই বেলুড় মঠে অনুষ্ঠিত হল কুমারী পুজো । রবিবার মহাষ্টমীতে মণ্ডপে মণ্ডপে চলে দেবীকে অঞ্জলি দেওয়ার উপাচার । আর মহাষ্টমীর দিনই সকালে রীতি মেনে বেলুড় মঠে আয়োজন করা হয় কুমারী পুজোর । দেবীকে 'চিন্ময়ী' রূপে পুজো করা হয় এক কুমারীকে । আজ অষ্টমীর সকালে রীতি মেনে আয়োজন করা হয় কুমারী পুজোর । রবিবার চার কার্তিক, 22 অক্টোবর রবিবার শ্রী শ্রী দেবীর মহাষ্টমীবিহিত পূজারম্ভের মাধ্যমে মহাষ্টমীর পুজো অনুষ্ঠিত হয় ভোর 5:40-এ । এরপর সকাল ন'টাতে কুমারী পুজো অনুষ্ঠিত হয় । আজ সন্ধ্যা 7:36 থেকে 8:24 মিনিট পর্যন্ত সন্ধিপুজার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । মহাষ্টমী উপলক্ষে 30 হাজার মানুষের জন্য আজ ভোগের আয়োজন করা হয়েছে । 1901 সালে বেলুড় মঠে কুমারী পুজোর সূচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ । মা সারদা দেবীর উপস্থিতিতে 9 জন কুমারীর পুজো করা হয় । এরপর থেকেই বেলুড় মঠে কুমারী পুজো হয় । 2000 সাল পর্যন্ত কুমারী পুজো হত মন্দিরে । যদিও 2001 সাল থেকে মন্দির লাগোয়া মাঠে কুমারী পুজো শুরু হয়েছিল । শুধু বেলুড় মঠ নয়, আজ একাধিক পুজো মণ্ডপে কুমারী পুজো অনুষ্ঠিত হয় । 

Last Updated : Oct 22, 2023, 1:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.