Nepali Language Recognition Day ভাষা স্বীকৃতি দিবসে বিভেদ ভুলে এক মঞ্চে নেপালিভাষী রাজনীতিকরা - দার্জিলিং পৌরসভা
🎬 Watch Now: Feature Video
31তম নেপালি ভাষা স্বীকৃতি দিবস উপলক্ষে একমঞ্চে হাজির হলেন পাহাড়ের প্রায় সবকটি রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা ৷ শনিবার দার্জিলিং পৌরসভা (Darjeeling Municipality) এবং অন্যান্য সংস্থার সহায়তায় নেপালি ভাষা স্বীকৃতি দিবস (Nepali Language Recognition Day) পালন করা হয় ৷ এই উপলক্ষে পাহাড়ে একাধিক পদযাত্রার আয়োজন করা হয় ৷ সবক'টি সমারোহেরই গন্তব্য ছিল ভানু ভবন (Bhanu Bhawan) ৷ সেখানেই ছিল এদিনের মূল অনুষ্ঠান ৷ জিটিএর সিইও অনিত থাপা (Anit Thapa) থেকে শুরু করে হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ডস (Ajoy Edwards) সহ বহু রাজনীতিককেই এদিনের এই আয়োজনে সামিল হতে দেখা যায় ৷ প্রসঙ্গত, 1992 সালের 20 আগস্ট ভারতীয় সংবিধানের অষ্টম তফশিলে নেপালি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয় ৷
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST