Jamai Sasthi Celebration: কচিকাঁচাদের সঙ্গে নিয়ে অন্যরকম জামাইষষ্ঠী পালন কৃষ্ণগঞ্জের শিল্পীর

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 25, 2023, 10:06 PM IST

বাঙালিদের অন্যতম জনপ্রিয় পার্বণ জামাইষষ্ঠী। আজকের এই দিনে জামাইরা মহা আপ্যায়ন পেয়ে থাকেন তাঁদের শ্বশুর বাড়িতে। তবে এই ধারাবাহিকতা প্রথা থেকে অন্যরকমভাবে জামাইষষ্ঠী উৎসব পালন করলেন নদিয়ার গৃহবধূ পাপিয়া কর। জামাইষষ্ঠীর উৎসব মানেই যে খাওয়া-দাওয়ার উৎসব তা নয়, তা আরও একবার প্রমাণিত হল গৃহবধূ পাপিয়া করের কর্মকাণ্ডের জেরে। কৃষ্ণগঞ্জের বাসিন্দা পাপিয়া কর বহু বছর ধরেই একজন সমাজকর্মী হিসেবে পরিচিত। এছাড়াও তিনি একজন সুদক্ষ শিল্পী। 

এর আগে তাঁর হাতের কাজের একাধিক নিদর্শন খবরের সামনে এসেছে ৷ শুধু তাই নয়, সমাজের দুঃস্থ গরিব মানুষদের জন্য তিনি করে থাকেন বিভিন্ন কর্মসূচি। আর সেই কর্মসূচিগুলোর মধ্যেই অন্যতম এই জামাইষষ্ঠী। তিনি বলেন, "প্রতি বছর তিনি একটি করে ঘট বাড়িতে নিয়ে আসেন এবং তার মধ্যে সারা বছর ধরে পয়সা জমান। সেই জমানো পয়সা দিয়েই প্রতিবছর তিনি জামাইষষ্ঠীর দিনে দুঃস্থ বাচ্চাদের ফল, পাখা, চন্দন দিয়ে আপ্যায়ন করে জামাইষষ্ঠী উৎসব পালন করে থাকেন। আর এবছরও তার অন্যথা হয়নি।" কৃষ্ণগঞ্জ থেকে তিনি চলে আসেন এদিন কৃষ্ণনগরে। সেখানে এসে বেশ কিছু দুঃস্থ বাচ্চাদের সঙ্গে নিয়ে কৃষ্ণনগরের বাসিন্দা শিল্পী অরিন্দম দেবের বাড়িতে পালন করলেন তিনি তার মতো করে জামাইষষ্ঠী উৎসব ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.