Dengue Awareness on Janmashtami: ছোট্ট কৃষ্ণ কোলে দরজায় মা যশোদা, জন্মাষ্টমীতে ডেঙ্গি সচেতনতায় অভিনব উদ্যোগ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 4:28 PM IST

জন্মাষ্টমীর দিন ছোট্ট কৃষ্ণকে কোলে নিয়ে রাস্তায় নামলেন মা যশোদা ও সুদামা ৷ বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গি নিয়ে করলেন সচেতন ৷ এমনই অভিনব উদ্যোগ নিতে দেখা গেল বিধাননগর পৌরনিগমকে ৷ ডেঙ্গি সচেতনতা বৃদ্ধির মধ্যে দিয়ে এভাবেই জন্মাষ্টমী পালন করল বিধাননগরের দত্তাবাদ অঞ্চলের বাসিন্দারা ।  

বিধাননগরে এই মুহূর্তে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 700 ছাড়িয়েছে । শুধু অগস্ট মাসে বিধাননগরের ডেঙ্গি আক্রান্ত হয়েছে পাঁচশোরও বেশি মানুষ । সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গি সচেতনতা বৃদ্ধি করতে একাধিক উদ্যোগ নিয়েছে পৌরনিগম। কিন্তু তাতেও লাভ হচ্ছে না ৷ বেড়েই চলেছে ডেঙ্গির প্রকোপ ৷ তাই এবার পৌরাণিক কাহিনীকে অবলম্বন করে মানুষের মধ্যে ডেঙ্গি সচেতনতা বৃদ্ধি করতে নামলেন বিধাননগরের 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলো দত্ত । পৌরাণিক কাহিনী অনুযায়ী জন্মাষ্টমীতেই জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ ।  

স্থানীয় কাউন্সিলর আলো দত্ত এবং বিধাননগর 38 ওয়ার্ডের সভাপতি নির্মল দত্তের তত্ত্বাবধানেই আয়োজিত হয় আজকের এই সচেতনতামূলক অনুষ্ঠান। দত্তাবাদ আঞ্চলের বাসিন্দা রিংকু সাহাকে সাজানো হয় যশোদা ৷ সানা দত্তকে সাজানো হয় কৃষ্ণ ৷ আর সুদামা সাজেন কমল হাজরা । কৃষ্ণকে কোলে নিয়ে মা যশোদা পৌঁছে যায় এলাকাবাসীর বাড়ির দরজায় দরজায় সঙ্গে ছিলেন সুদামা । যশোদা এলাকাবাসীদেরকে জানান, ডেঙ্গি থেকে বাঁচতে কী করনীয় ।  

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.