আসানসোল স্টেশনের ডিসপ্লে বোর্ড থেকে উধাও বাংলা ভাষা, সরব 'বাংলা পক্ষ'

🎬 Watch Now: Feature Video

thumbnail

Display Board at Station: আসানসোল স্টেশনের বিভিন্ন ডিসপ্লে বোর্ড থেকে বাংলা ভাষা উধাও হয়ে গিয়েছে । এমনই অভিযোগ তুলে আসানসোল স্টেশন চত্বরে বিক্ষোভ দেখাল পশ্চিম বর্ধমান জেলা শাখার বাংলা পক্ষ । পাশাপাশি, আসানসোল রেল ডিভিশনের ডিআরএমের কাছে প্রতিবাদের স্মারকলিপিও তুলে দেওয়া হয়েছে বাংলা পক্ষের পশ্চিম বর্ধমান জেলা শাখার তরফ থেকে । শুক্রবার বাংলা পক্ষের সদস্যরা আসানসোল রেলস্টেশন সংলগ্ন এলাকায় মিছিল করেন । তাঁদের দাবি, রেলের ডিসপ্লে বোর্ডে ফিরিয়ে আনতে হবে বাংলা ভাষাকে । বাংলা পক্ষের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অক্ষয় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 2019 সালে আসানসোল রেলস্টেশনে প্রতিটি ডিসপ্লে বোর্ডে বাংলা ভাষা ফিরিয়ে আনার জন্য আন্দোলন করা হয়েছিল । সেই প্রতিবাদের জেরে স্টেশনে প্রত্যেকটি ডিসপ্লে বোর্ডে ফিরে এসেছিল বাংলা ভাষা । অভিযোগ, আবার চক্রান্ত করে বাংলা ভাষাকে সরিয়ে ফেলা হয়েছে । তাই আবার আন্দোলন শুরু হয়েছে বাংলা পক্ষের সদস্যদের তরফ থেকে । তিনি বলেন, "আমাদের লজ্জা লাগে বাংলায় দাঁড়িয়ে বাংলা ভাষায় রেলকে ডিসপ্লে লিখতে বলার জন্য আন্দোলন করতে হচ্ছে ।" এরপরেই ডিভিশনাল ম্যানেজারের অফিসে গিয়ে স্মারকলিপি তুলে দাবি জানানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.