Deer Horns Seized: খোদ কলকাতার এক গোডাউন থেকে উদ্ধার হরিণের 945টি শিং - ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল
🎬 Watch Now: Feature Video
কলকাতায় এক গোডাউন থেকে উদ্ধার হরিণের শিং ৷ শুক্রবার ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল উদ্ধার করেছে 945টি হরিণের শিং ৷ এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ গতকাল বৃহস্পতিবার রাতে বন দফতরের কাছে জিএসটি বিভাগের কমার্সিয়াল ট্যাক্স অফিসারদের থেকে একটি খবর আসে যে, কলকাতার 75 ফিয়ার্স লেনের একটি গোডাউনে তল্লাশি চালানোর সময় কিছু হরিণের শিং তাদের নজরে এসেছে। এরপরই ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের তরফ থেকে একটি টিম তৈরি করে সেখানে তল্লাশি চালানো হয় । সেখানে গিয়ে দেখা যায়, একটি গোডাউনের মধ্যে প্রচুর পরিমাণ হরিণের শিং মজুত করা রয়েছে । এই ঘটনায় ওই গোডাউনের একজনকে গ্রেফতার করা হয় । ওই গোডাউন থেকে প্রায় 945টি শিং উদ্ধার করা হয় । এত পরিমাণ হরিণের শিং এই গোডাউনে কেন মজুত করে রাখা ছিল ? কোথা থেকে এল এত শিং ? তবে কি এখান থেকে এগুলি বিদেশে পাচার হত ? নাকি এর পিছনে বড় চক্র রয়েছে ? ধৃতকে এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷