Allegation of Rape: স্ত্রী'র সহযোগিতায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে - সোমবার দুপুরে শ্বশুর তাঁর ছেলের বউকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে
🎬 Watch Now: Feature Video
পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। এমনকী সেই কথা স্বীকারও করে নিয়েছে গুণধর শ্বশুর (Daughter in Law Allegedly Raped by her Father in Law) ৷ আরও অভিযোগ, এই ধর্ষণে সাহায্য করেছে নির্যাতিতার শাশুড়িও। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে কোচবিহারের শীতলকুচিতে ৷ সোমবার দুপুরে ওই ব্যক্তি তাঁর ছেলের বউকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠেছে। নির্যাতিতার দাবি, তিনি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে তাঁর শ্বশুর ৷ মঙ্গলবার নির্যাতিতা বাপের-বাড়ি ফিরে যায় ও বাড়ির লোকজনদের গোটা বিষয়টি জানায় ৷ এরপরই এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তিকে গাছে বেঁধে রাখে। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায়। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতা ।
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST