Nabadwip Court: নিরাপত্তারক্ষীদের ধাক্কা মেরে আদালতের প্রাচীর টপকে পালাল আসামি - আদালতের প্রাচীর টপকে পালাল আসামি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Sep 5, 2022, 9:52 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ঘটনাস্থল নদিয়ার নবদ্বীপ ফৌজদারি দায়রা আদালত ভবন (Nabadwip Court)। সোমবার জামিনের আবেদন খারিজ হওয়ার পর আসামিকে ফের আদালতের লকআপে নিয়ে যাচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা ৷ ঠিক সেই সময়ই বিপত্তি ৷ নিরাপত্তারক্ষীদের কার্যত ধাক্কা মেরে আদালতের প্রাচীর টপকে পালিয়ে যায় ডাকাতিতে অভিযুক্ত আসামি(criminal escaped by climbing over the court wall)৷ আদালত ও পুলিশ সূত্রে খবর, সম্প্রতি কানাইগর পেপার মিল এলাকা থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে চারজনকে গ্রেফতার করে নবদ্বীপ থানার পুলিশ । তবে সেই ঘটনায় পলাতক ছিল মাজদিয়া পানশিলা তেঁতুলতলা এলাকার বাসিন্দা রাজা ধারা নামের অভিযুক্ত ওই যুবক । পরে তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে তাকে । অভিযুক্ত ওই আসামিকে সোমবার নবদ্বীপ আদালতে পেশ করে পুলিশ । এরপর তার জামিন খারিজ হয়ে যাওয়ায় ফের জেল হেফাজতে নিয়ে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে ৷
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.