Girl Thrashed a Young Man: তরুণীর অশ্লীল ভিডিয়ো আপলোড, যুুবককে জুতো পেটা - যুুবককে জুতো পেটা
🎬 Watch Now: Feature Video
সোশাল মিডিয়ায় তরুণীর অশ্লীল ভিডিয়ো আপলোড ৷ অভিযুক্তকে জুতো পেটা নির্যাতিতা তরুণীর ৷ উত্তর প্রদেশের বাহাদুরগড় থানা এলাকার ঘটনা ৷ অভিযোগ, সম্প্রতি সোশাল মিডিয়ায় নির্যাতিতা তরুণীর একটি অশ্লীল ভিডিয়ো আপলোড করে দেয় ৷ নিমেষের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায় ৷ বিষয়টি জানাজানি হতেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন ৷ স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকেও অভিযুক্তকে জুতো পেটা করার নিদান দেওয়া হয় ৷
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, গ্রামবাসীদের সামনেই যুবকে জুতো দিয়ে পেটাচ্ছেন নির্যাতিতাকে ৷ তারমধ্যেই স্থানীয় এক ব্যক্তি এসে ওই যুবকের জামার বোতাম খুলে দেন ৷ সেইসঙ্গে নির্যাতিতার কাছে ক্ষমাও চাইতে বলেন ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী ও যুবক একে অপরের পরিচিত ৷ ওই যুবকই তরুণীর কিছু ভিডিয়ো সোশাল মিডিয়ায় আপলোড করে দেয় ৷ ব্যাপারটি জানাজানি হতেই থানায় এফআইআরও করা হয় অভিযুক্তের বিরুদ্ধে ৷ ঘটনা প্রসঙ্গেই বাহাদুরগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমিত তোমর জানান, ওই যুবকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে । পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে । তবে অভিযুক্ত যুবককে মারধরের বিষয়ে থানায় কোনও অভিযোগ আসেনি ৷