Bomb Blast in Narendrapur: নরেন্দ্রপুরে পরোটার দোকানে বোমা বিস্ফোরণ, গুরুতর আহত মালিক দম্পতি - নরেন্দ্রপুর থানার পুলিশ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 2:00 PM IST

নরেন্দ্রপুরে ভোর রাতে পরোটার দোকানে বোমা বিস্ফোরণ ৷ আহত হয়েছেন স্বামী ও স্ত্রী । দু'জনকেই উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে । তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ । জানা গিয়েছে, নরেন্দ্রপুর থানা এলাকার গঙ্গাজোয়ারায় ব্রিজের কাছে পরোটার দোকান চালান সুজয় মণ্ডল ও তাঁর স্ত্রী টুকটুকি । প্রত্যেকদিনের মতো শনিবার রাত 3টে নাগাদ এসে দোকান খোলার তোড়জোড় শুরু করেন তাঁরা ৷ সেই সময় হঠাই দোকানে বোমা বিস্ফোরণ ঘটে । স্বামী-স্ত্রীকে লক্ষ্য করে বোমাটি ছোঁড়া হয় বলে অভিযোগ ।  

এলাকার বাসিন্দাদের বক্তব্য, দম্পতি ভোর ভোর এসে এলাকায় দোকান খুলতেন ৷ সেই কারণে চুরি ও ছিনতাই করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছিল দুষ্কৃতীদের । তাই এই হামলা চালিয়েছে তারা । ঘটনার খবর পেয়ে নরেন্দ্রপুর থানার টহলরত গাড়ি সেখানে আসে । আহতদেরকে উদ্ধার করে বালিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় পুলিশ । তবে ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি ৷ সূত্রের খবর, বেশ কয়েকদিন আগেই এলাকার একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকার মানুষজন । ঘটনার পর এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ।  

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.