Nisith Pramanik: নিশীথ প্রামাণিকের পদত্যাগের দাবিতে ঢ্যাঁড়া পিটিয়ে মিছিলে তৃণমূলের - কোচবিহার তৃণমূল
🎬 Watch Now: Feature Video
কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের(Nisith Pramanik)গ্রেফতারির দাবিতে শুক্রবার ঢ্যাড়া পিটিয়ে মিছিল করলেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক ৷ কোচবিহারের মাথাভাঙা 1নং ব্লকের নয়ারহাট অঞ্চলের গেন্দুগুড়ি হরিবাসর এলাকা থেকে শুরু হয়ে পদযাত্রা নয়ারহাট বাজারে এসে শেষ হয় । কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিককে সোনার দোকানে চুরির অপরাধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত । তারই পদত্যাগের দাবিতে এদিন ঢ্যাড়া পিটিয়ে পদযাত্রা করেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক(Cooch Behar TMC President Demand Resignation of Nisith Pramanik)। শুক্রবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাথাভাঙা 1নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্রনাথ বর্মন, তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি মজিরুল হোসেন, নয়ারহাট অঞ্চল সভাপতি প্রেমানন্দ বর্মন প্রমুখ ।
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST