Duttapukur Chaos: তৃণমূল নেতাদের ফেস্টুনে মাটি-গোবর, দত্তপুকুরে উত্তেজনা - তৃণমূল নেতাদের ফেস্টুনে মাটি গোবর
🎬 Watch Now: Feature Video
রাজনীতির স্তর নামছে বলে অভিযোগ ওঠে নানা সময়ে । নেতা-নেত্রীদের মুখ থেকে কুকথা শুনতেও কমবেশি অভ্যস্ত সকলেই। এবার দত্তপুকুরে যা ঘটল তা নতুন প্রশ্ন তুলে দেবে তাতে সন্দেহের কোনও অবকাশ নেই। ঘটনার সূত্রপাত শনিবার বিকেলে। এদিন ভারতীয় মার্কসবাদী কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচি ছিল ৷ অবাধ ও সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচনের দাবিতে থানা ঘেরাও করা হয় ৷ স্থানীয় দিঘার মোড় থেকে মিছিল করে কর্মী-সমর্থক দত্তপুকুর থানার কাছে আসে। পরে থাানা ঘেরাও হয়। শেষে একটি পথসভাও হয় ৷
ওই থানা ঘেরাও কর্মসূচি শেষ হওয়ার পর দেখা যায় তৃণমূলের কিছু ফেস্টুনে গোবর ও মাটি লাগিয়ে দেওয়া হয়েছে ৷ এই দেখার পর তৃণমূল সমর্থকরা উত্তেজিত হয়ে পড়েন । এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় ৷ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং এবং রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক পাশাপাশি ব্যারাকপুর দমদম যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীর ফেস্টুনের উপর গোবর দিয়ে দেওয়া হয় ৷ সেই নিয়ে শুরু হয় তরজা ৷ দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ কারা এই ঘটনা ঘটাল তা খতিয়ে দেখা হচ্ছে।