IND vs PAK: কোহলিদের 'পাক বধে' উচ্ছ্বাসে মাতল শিলিগুড়ি - কোহলিদের জয়ে উচ্ছ্বাসে মাতল শিলিগুড়ি
🎬 Watch Now: Feature Video
বিরাট কোহলির ব্যাটে ভর করে রবিবার ক্রিকেট ময়দানে পাকিস্তানকে 'বধ' করেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ৷ কোহলির 82 রানের সৌজন্যে পাকিস্তানকে 4 উইকেটে হারিয়ে টি-20 বিশ্বকাপের অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া (India beat Pakistan by 4 wickets in T20 WC opener) ৷ ভারতের এই জয়ে উল্লাসে মাতল শিলিগুড়িবাসী (celebration in Siliguri) ৷ মেলবোর্নের জয়ের রেশ ছড়িয়ে পড়ে সর্বত্রই ৷ ভারতের জাতীয় পতাকা নিয়ে রীতিমতো ঢাকঢোল বাজিয়ে বিজয় মিছিল বের হল শিলিগুড়ির হিলকার্ট রোডে ৷
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST