Post Poll Violence Case: ভোট পরবর্তী হিংসা মামলায় তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ পরেশকে - ভোট পরবর্তী হিংসা মামলা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16297467-thumbnail-3x2-paresh-aspera.jpg)
বেলেঘাটার বিধায়ক ও তৃণমূল নেতা পরেশ পালকে (MLA Paresh Paul) তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করলেন সিবিআই আধিকারিকরা ৷ ভোট পরবর্তী হিংসা মামলায় (Post Poll Violence Case) হাজিরা দিতে সিবিআই (CBI) দফতরে এদিন আসেন তিনি । এই নিয়ে দ্বিতীয়বার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে এলেন পরেশ । বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় সিবিআই মঙ্গলবার ডেকে পাঠায় তাঁকে । বেরিয়ে এসে পরেশ পাল জানান, বেলেঘাটা অঞ্চলে সব কাউন্সিলর ও বিধায়ক তৃণমূল কংগ্রেসের ৷ মৃত ব্যক্তি বিজেপি করত, তাই একজনকে শিখন্ডী করার জন্য তাঁর নাম করা হয়েছে । সিবিআই যতবার ডাকবে তিনি আসবেন । ঘটনার সময় তিনি সেই জায়গায় ছিলেন না ।
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST