BSF New Initiative: পাচার রুখতে ড্রোন উড়িয়ে সীমান্তে নজরদারি চালাচ্ছে বিএসএফ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 11:01 PM IST

Updated : Sep 30, 2023, 12:00 PM IST

সীমান্তে চোরাকারবারিদের নজরদারি চালাতে ড্রোন ওড়াচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি চালাতে ড্রোনের সাহায্য নিচ্ছে বিএসএফ । ইতিমধ্যেই চোরাচালান ও পাচার রুখতে নাইট ভিশন ড্রোনের সাহায্য নিচ্ছে তারা । তিস্তার চরে রাতের অন্ধকারে এই ড্রোন দিয়েই নজরদারি চলছে । 

উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের ভারত-বাংলাদেশ সীমান্তে এই প্রথম ড্রোন ওড়ানো হল । তবে প্রথমবারেই সাফল্য মিলেছে ৷ জলপাইগুড়ি সেক্টরের বিএসএফ সূত্রে জানা গিয়েছে, তিন বিঘা, তিস্তা নদীর চর ও ভারত -বাংলাদেশ সীমান্ত এলাকায় ড্রোনের সাহায্য নজরদারি চালানো হচ্ছে । বিশেষ করে কাঁটাতারবিহীন এলাকাতে এভাবে ড্রোন উড়িয়েই চলছে নজরদারি ৷
 

বৃহস্পতিবার সূত্র মারফত খবর পেয়ে উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের পক্ষ থেকে ড্রোন উড়িয়ে পাচার রোখা গিয়েছে । ভারত-বাংলাদেশ সীমান্তে গতকাল রাতে তিস্তা নদীর চর এলাকায় ড্রোন উড়িয়ে গরু পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি গরু উদ্ধার করে বিএসএফ । কিন্তু পাচারাকারীদের ধরা যায়নি ৷ তারা পালিয়ে যায় । ভারত-বাংলাদেশ সীমান্তের মহানন্দা, তিস্তা নদীর খোলা এলাকায় এই নজরদারি পুরোদমে চালানো হচ্ছে ।

Last Updated : Sep 30, 2023, 12:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.