thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 12:50 PM IST

ETV Bharat / Videos

Durga Puja 2023: পুজো মণ্ডপের পাশে মাতৃদুগ্ধপান কেন্দ্র চুনাখালিতে

পুজোয় ছোট শিশুকে নিয়ে ঠাকুর দেখতে বেরোন অনেক মায়েরা ৷ তবে রাস্তায় শিশুকে দুগ্ধপান করাতে গিয়ে সমস্যায় পড়তে হয় তাঁদের ৷ এরকম মায়েদের জন্যই অভিনব উদ্যোগ নিল দক্ষিণ 24 পরগনার চুনাখালি সার্বজনীন দুর্গোৎসব কমিটি ৷ আলাদাভাবে শিশুদের দুগ্ধপান করানোর জন্য কাপড় দিয়ে ঘিরে ঘর করে দেওয়া হয়েছে মণ্ডপের পাশে ৷ যেখানে পুরুষদের প্রবেশ নিষেধ ৷ এই দুগ্ধপান কেন্দ্রের ভেতরে বসেই মায়েরা শিশুদের দুগ্ধপান করাতে পারবেন ৷ এবার 77 বছরে পা দিয়েছে এই পুজো । উদ্যোক্তাদের এই নয়া ব্যবস্থায় খুশি পুজো মণ্ডপে আগত মায়েরা । পাশাপাশি পুজা মণ্ডপ জুড়ে রাখা হয়েছে পরিবেশবান্ধব সমস্ত ব্যবস্থা । 

এ বিষয়ে পুজো কমিটির মুখ্য উপদেষ্টা বাপ্পাদিত্য হাউলি বলেন, "ঠাকুর দেখতে আসার পর বহু মায়েদের বাচ্চাদের দুগ্ধপান করানোর ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয় । তাই তাদের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।" এবার চুনাখালি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে ইসকনের আদলে ৷ দক্ষিণ 24 পরগনার বড় পুজোগুলির মধ্যে এটি অন্যতম । প্রতিদিন এই পুজো মণ্ডপকে কেন্দ্র করে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের । পরিবেশরক্ষার বার্তা দেওয়া হয়েছে পুজো মণ্ডপে ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.