Cooch Behar Blast: বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি, ফের বোমার আঘাতে জখম বালক - boy injured in blast at Mathabhanga
🎬 Watch Now: Feature Video
নতুন বছরের প্রথম দিনেই ফের বোমা বিস্ফোরণের ঘটনা কোচবিহারে (Cooch Behar Blast) ৷ রবিবার মাথাভাঙার কেদারহার গ্রাম পঞ্চায়েত এলাকার জরশিমুলি এলাকায় এই ঘটনা ঘটে । এই বোমা বিস্ফোরণের ঘটনায় গুরুতর যখম হয়েছে 9 বছরের এক বালক ৷ জানা গিয়েছে, রবিবার সকালে আলু ক্ষেতে জল দিতে যান মাথাভাঙ্গা 1 নং ব্লকের কেদারহাট অঞ্চলের জোড়শিমলি এলাকার বাসিন্দা ধনপতি বর্মন (boy injured in blast at Mathabhanga) । সেই সময় রাস্তার একটি কালভার্ট পাশে বোমা বিস্ফোরণের আওয়াজ শুনতে পান তিনি । ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান তাঁদেরই বাড়ির সুজয় বর্মন নামে ওই বালক বিস্ফোরণে যখম হয়েছে ৷ তাকে মাথাভাঙা হাসপাতালে ভর্তি করা হয় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST