BJP Protest in Bidhannagar: বালুরঘাটের ঘটনার প্রতিবাদে বিধাননগরের রাস্তায় দণ্ডি কাটল বিজেপি - BJP protest on Balurghat incident in Bidhannagar
🎬 Watch Now: Feature Video
সোমবার দুপুরবেলায় বিধাননগরে পিচের রাস্তায় দণ্ডি কেটে প্রতিবাদ করল বিজেপি । এর পাশাপাশি এদিন বিধাননগর পৌরনিগমের বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগে সরব হন গেরুয়া শিবিরের কর্মীরা । এদিন বিধাননগর বিজেপির পক্ষ থেকে পৌরনিগমের সামনের রাস্তায় দণ্ডি কাটেন সমর্থকরা । গরমের দুপুরে পিচের রাস্তায় দণ্ডি কাটেন তারা । এরপর তাঁরা বিধাননগর পৌরনিগমে যান মেয়রের কাছে লিখিত ডেপুটেশন জমা দেওয়ার জন্য । এই বিষয়ে বিজেপি নেতা সঞ্জয় পয়রার বক্তব্য, শাস্তি হিসাবে যেভাবে আদিবাসী মহিলাদের রাস্তায় দণ্ডি কাটানো হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা ৷ তারই অংশ হিসাবে তাদের এদিনের এই দণ্ডি কাটার কর্মসূচি ৷ প্রসঙ্গত, বালুরঘাটে এক কিমি রাস্তায় দণ্ডি কাটিয়ে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ানো হয়েছিল চার আদিবাসী মহিলাকে ৷ বিজেপিতে যোগ দেওয়ার অপরাধে তাঁদেরকে এই শাস্তি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে ৷ সেই ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেটমাধ্যমে ৷ যা নিয়ে তোলপাড় হয়ে উঠেছে সারা রাজ্য ৷ নিন্দার ঝড় উঠেছে বিরোধী শিবিরের তরফে ৷ সেই মহিলাদের দণ্ডি কাটানোর ঘটনার বিরুদ্ধে সোমবার পথে নামল বিজেপি ৷ তাদের তরফে এই প্রতীকী প্রতিবাদ করা হল বিধাননগরে ৷