BJP Celebrates Anubrata Arrest: অনুব্রতর গ্রেফতারিতে গুড়-বাতাসা বিলি, ঢাক বাজিয়ে বিজয়োল্লাস বিজেপির - অনুব্রতর গ্রেফতারের পর ঢাক বাজিয়ে
🎬 Watch Now: Feature Video
অনুব্রত মণ্ডলের গ্রেফতারের খবর পেয়েই আনন্দে মাতল বিজেপি (BJP celebrates Anubrata Mondal Arrest distributing sweets) । আসানসোল ও মেদিনীপুরে ঢাক বাজিয়ে ও গুড় বাতাসা বিলি করে উচ্ছ্বাস প্রকাশ করেন বিজেপির নেতা-মন্ত্রী থেকে কর্মী-সমর্থকেরা ৷ আসানসোলের কোর্ট মোড় থেকে সংলগ্ন এলাকার রাস্তায় পথ চলতি মানুষ, বাসযাত্রী-সহ সবাইকে গুড় বাতাসা ও নকুলদানা বিলি করলেন অগ্রিমিত্রা পাল ৷ একই ছবি ধরা পড়ল মেদিনীপুরে ৷ বিজেপির কর্মীরা এলাকায় এলাকায় বিলি করল গুড় বাতাসা ও নকুলদানা ।
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST