Subho Noboborsho: চৈত্রকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব 'নিদাঘ'

🎬 Watch Now: Feature Video

thumbnail

"যাক পুরাতন স্মৃতি/ যাক ভুলে-যাওয়া গীতি/ অশ্রুবাষ্প সুদূরে মিলাক ৷" বিদায় 1430 সন । এল আরও একটি নতুন বছর । নতুন পথ চলা শুরু । নতুন উদ্যমে নতুন আলোর সন্ধান শুরু । স্বাগত বৈশাখ। পুরনো বিষাদ মিটিয়ে হাসিতে খুশিতে আনন্দে মেতে ওঠা। আর চৈত্রের শেষ এবং বৈশাখের শুরুতে এক অনন্য ছবি উঠে এল শিলিগুড়িতে ৷ আয়োজন হয়েছিল 'নিদাঘ' উৎসবের। যেখানে মিলে যেতে দেখা গেল এপার বাংলা আর ওপার বাংলাতে। 
পয়লা বৈশাখ মানে বাঙালির নববর্ষ ৷ আর এই নববর্ষর আগের দিন একদম অন্য ছবি দেখা গেল শিলিগুড়িতে । 1429-এর শেষ রাতে নিদাঘ উৎসবের মধ্যে দিয়ে শেষ হল চৈত্রর প্রহর । শেষ প্রহরে প্রায় এক কিলোমিটার রাস্তা রঙীন আলপনায় সাজিয়ে তুললো কচিকাঁচারা । তাদের হাতের তুলির টানে গোটা রাস্তা যেন একটা আস্ত ক্যানভাস । সঙ্গে ছিল রবীন্দ্রসংগীতের নামে নাচ ও গান । উপস্থাপান করা হল জালিওয়ানাবাগের হত্যাকান্ডের নাটক । বৈশাখের স্বাগত গানে কন্ঠ মেলালো একাধিক শিল্পীরা ৷ সঙ্গে গাজন, আর লোকসঙ্গীত । আর ছিল হাতে আঁকা কার্ড তৈরি, মুখোশ তৈরির প্রতিযোগিতাও । এসবের মধ্যে দিয়ে শেষ হয় নিদাঘ উৎসবের । এদিনেই যেন গোটা বাংলা মিলেমিশে একাকার। এপার বাংলার নববর্ষে যোগ দিতে এসেছেন ওপার বাংলার একাধিক শিল্পীরাও । 

Last Updated : Apr 15, 2023, 8:29 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.