Jagaddhatri Puja 2022: প্রাচীন রীতি মেনে এখনও চলে আসছে বৈকুন্ঠপুর জগদ্ধাত্রী পুজো
🎬 Watch Now: Feature Video
জগদ্ধাত্রী পুজো (Jagaddhatri Puja 2022) মানে চন্দননগর শুধু তাই নয় ! প্রাচীন রীতি মেনে এখনও চলে আসছে দক্ষিণ 24 পরগনার (South 24 Parganas news) সোনারপুরের বৈকন্ঠপুর সাধারণ সম্মিলনী জগদ্ধাত্রী পুজো (Baikunthapur Jagaddhatri Puja)। এ বছর 54তম বর্ষে পদার্পণ করল এই পুজো । পুজোয় বিশেষ নৈবিদ্য দেওয়ার রীতি রয়েছে। 1001টি অন্নকূট নিবেদন করা হয় জগদ্ধাত্রীকে । রকমারি মিষ্টি থেকে শুরু করে ঠান্ডা পানীয়, শাক ভাজা, ফল আচার-সহ রকমারি খাবারের আয়োজন করা হয় । পুজোর সময় বড় একটি টেবিলে সাজানো থাকে এই বিশেষ অন্নকূট ভোগ । এই বিশেষ ভোগ দেখতেই এলাকার মানুষের ঢল নামে এই পুজোতে । পুজোর সময়ও রয়েছে বিশেষ রীতিনীতি ৷ দেবীকে একটি বেনারসি শাড়ি ছাড়াও পুজোর সময় আরও 300টি শাড়ি নিবেদন করা হয় । এই পুজোর কমিটির সভাপতি নিত্যানন্দ ঘোষ বলেন, অতীতে যে নিয়ম ছিল সেই নিয়ম এখনও বজায় রয়েছে । দেবীর মূর্তিতে রয়েছে বিশেষ চমক ৷ রাজস্থানের জয়পুরের বিখ্যাত শ্বেতপাথর দিয়ে মূর্তি তৈরি করা হয়েছে । পুজোর দিনে মায়ের বিশেষ সাজেরও ব্যবস্থা করা হয় । পুজোর দিনগুলিতে সোনা, রুপো, হিরের গয়নায় সেজে ওঠে মা । নবমীর দিন প্রাচীন রীতি মেনে নরনারায়ণ সেবারও প্রথা রয়েছে ।
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST