UNESCO Honours Santiniketan: হেরিটেজ ঘোষণা হতেই ঢাক বাজিয়ে আশ্রম পরিক্রমা বিশ্বভারতীর উপাচার্যের - Santiniketan
🎬 Watch Now: Feature Video
Published : Sep 18, 2023, 7:18 AM IST
ইউনেসকোর তরফ থেকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ৷ রবিবার এই খবর জানার পরই ঢাক ও কাঁসর বাজিয়ে আশ্রম পরিক্রমা করলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ যদিও তিনি একে শান্তিনিকেতনের মাথায় নতুন পালক বলতে নারাজ ৷ তাঁর কথায়, "রবীন্দ্রনাথ যেদিন থেকে বিশ্বভারতী তৈরি করেছেন সেদিন থেকেই নতুন পালক ৷ তবে আজ খুশির দিন ৷ তাই ঢাক বাজিয়ে এই আশ্রম পরিক্রমা করছি আমরা ৷ আপনারাও সকলে যোগ দিন ৷ এই আনন্দ আমাদের একার নয়। এই আনন্দ সবার ৷"
এই খবর জানার পরই রবিবার রাতে উপাসনা গৃহে বিশেষ উপাসনা হয় ৷ তারপর ছাতিমতলায় রবীন্দ্র সংগীতের মধ্যে দিয়ে প্রার্থনা করে ঢাক বাজিয়ে আশ্রম পরিক্রমা করেন বিশ্বভারতীর উপাচার্য- সহ অধ্যাপক-অধ্যাপিকা ও আধিকারিকরা ।
সৌদি আরবে 10 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ইউনেসকোর সমাবেশ ৷ সেখান থেকেই রবিবার শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করে ইউনেসকো ৷ সেই খবর প্রকাশ্যে আসতেই এভাবে ঢাক ও কাঁসর অধ্যাপক-অধ্যাপিকা ও আধিকারিকদের সঙ্গে নিয়ে আশ্রম পরিক্রমা করেন বিশ্বভারতীর উপাচার্য ৷