Durga Puja 2022: বালি থেকে উট আছে সবই, আসানসোল যেন মিনি রাজস্থান - পুজোয় ঘুরে আসুন ‘রাজস্থান’
🎬 Watch Now: Feature Video
আসানসোলের সেরা পুজোগুলির মধ্যে অন্যতম রাধানগর রোড অ্যাথেলেটিক ক্লাব (Radhanagar Road Athletic Club puja parikrama)। 69 বর্ষে পদার্পণ করেছে এই পুজো ৷ এবারের থিম রাজস্থান ৷ ক্লাব চত্ত্বর জুড়েই বিশাল মন্ডপ তৈরি হয়েছে। রাজস্থানের বিভিন্ন সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ সজ্জায় ৷ তার সঙ্গে সামঞ্জস্য রেখ তৈরি হচ্ছে প্রতিমা। উট থেকে শুরু করে রাজস্থানের সংস্কৃতির সমস্ত অঙ্গ তুলে ধরা হচ্ছে মণ্ডপের চারধারে। একবার দেখলে মনে হতেই পারে আপনি আসানসোলে নেই, সোজা রাজস্থানে পৌঁছে গিয়েছেন ৷ থাকছে রাজস্থানী আদব-কায়দায় পুরুষ নারী মডেলও। বাংলার কুটির শিল্পে ব্যবহৃত জিনিস দিয়ে তৈরি হয়েছে মণ্ডপটি ৷
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST