Hunger Strike for Online Exam : অনলাইন পরীক্ষার দাবিতে অনশনে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা - Hunger Strike for Online Exam
🎬 Watch Now: Feature Video
অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে অনড় আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা (Asansol Kazi Najrul University Students Start Hunger Strike demanding Online Exam) ৷ গতকাল শুক্রবার থেকে দাবি আদায়ে অনশন (Hunger Strike) শুরু করেছেন পড়ুয়ারা ৷ গতকাল এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে ৷ পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারী পড়ুয়াদের মারধরের অভিযোগ উঠেছে ৷ পুলিশ যদি অভিযোগ অস্বীকার করে ৷ শনিবার দেখা গেল অনশন আন্দোলন চলছে ৷ আন্দোলনকারীদের দাবি, উপাচার্যকে এসে তাঁদের সঙ্গে কথা বলতে হবে ৷ আর অনলাইন পরীক্ষায় অনুমতি দিতে হবে ৷
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST