Lakshmi Puja 2023: অপরাজিতাই সাক্ষাৎ মা লক্ষ্মী, কেন বললেন পর্দার 'কোজাগরী'র শাশুড়ি মা ?
🎬 Watch Now: Feature Video
আজ কোজাগরী লক্ষ্মীপুজো ৷ সকাল থেকেই বাড়ি বাড়ি পুজোর জোগাড় শুরু হয়েছে, ব্যস্ততা তুঙ্গে ৷ অন্যান্যবারের মতো এবারও ধুমধাম করে বাড়িতে লক্ষ্মীপুজোর আয়োজন করেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য ৷ তবে আগের বছরগুলিতে শাশুড়ি মা পুজোর বেশিরভাগ দায়িত্ব নিতেন ৷ কিন্তু শ্বশুর অসুস্থ এবং শাশুড়িরও বয়স হয়েছে, তাই এবার পর্দার 'লক্ষ্মীকাকিমা'র উপরেই এসে পড়েছে পুজোর সমস্ত ভার ৷ তবে জল থইথই ভালোবাসা সিরিয়াল খ্যাত 'কোজাগরী' পর্দার পাশাপাশি বাড়িতেও সমানতালে সব কাজে পারদর্শী ৷ তিনি সকাল থেকেই ঠাকুরের পুজোয় ব্যস্ত ৷
অপরাজিতা আঢ্যর বাড়ির এই বছরের মা লক্ষ্মীর সাজে রয়েছে আকর্ষণ ৷ কারণ দেবী লক্ষ্মীর পোশাক এবং গয়না এসেছে মায়াপুর থেকে । পাঠিয়েছেন জনৈক দেবযানী দেবী । তাঁর বাড়িতে এক স্বনামধন্য চ্যানেলের হয়ে গেম শো সঞ্চালনা করতে গিয়েছিলেন এই অভিনেত্রী । দেবযানী দেবীর আবার গোপাল আছে । অপরাজিতা বলেন, "গোপাল আমার মা লক্ষ্মীকে অর্থাৎ তাঁর বউকে পোশাক এবং গয়না পাঠিয়েছেন । তাই মা এবারে চটপট করে খুব সুন্দরভাবে সেজে নিয়েছেন ।"
প্রতিবারের মতো এ বছরেও পুজোর দিনটা লক্ষ্মীকাকিমা সুপারস্টারের 'লক্ষ্মী' কাটাচ্ছেন পরিবারের সঙ্গে ৷ সকলের সঙ্গে পুজোয় মেতেছেন তিনি ৷ তবে পুজোর দিনে অপরাজিতা আঢ্যকেই সাক্ষাৎ মা লক্ষ্মী বললেন তাঁর শাশুড়ি মা । কেন জানুন তাঁর কাছ থেকেই।