Panchayat Election 2023: বিজেপির সঙ্গে বিমল গুরুংদের আঁতাত আগে থেকেই ছিল, দাবি অনিত থাপার - অনিত থাপা
🎬 Watch Now: Feature Video
মঙ্গলবার থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু করবে পাহাড়ের শাসকদল অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। সোমবার কার্শিয়াংয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন জিটিএ'র চিফ এগজিকিউটিভ তথা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা। তবে এদিন সদ্য গঠিত বিরোধী জোটকে একহাত নেন অনিত থাপা। শুধু তাই নয়, বিমল গুরুং-সহ গোর্খা জনমুক্তি মোর্চার অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি ৷ প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ও তৃণমূল কংগ্রেসের জোটকে টক্কর দিতে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে মোর্চা, অজয় এডওয়ার্ডয়ের হামরো পার্টি, মন ঘিসিংয়ের জিএনএলএফ-সহ আরও চারটি আঞ্চলিক রাজনৈতিক দল।
তৈরি হয়েছে ইউনাইটেড গোর্খা মঞ্চ। ফলে পাহাড়ে অন্তত লড়াইটা দুই বনাম আট রাজনৈতিক দলের মহাজোটের মধ্যে হতে চলেছে। বিরোধীরা একজোট হলেও আত্মবিশ্বাসী অনিত থাপা। অনিত থাপা বলেন, "আমার মনে হয় আমরা বেশি শক্তিশালী হয়ে গিয়েছি। বিরোধীদের সেই সামর্থ্য নেই। এতগুলো রাজনৈতিক দলের নেতাদের ক্ষমতা নেই, সেজন্যই জোট করা। আর মোর্চা নেতা বিমল গুরুং আর রোশন গিরিরা রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের হাতধরে পাহাড়ে ফিরলেও আগে থেকেই তাঁদের বিজেপির সঙ্গে আঁতাত ছিল। এবার নির্বাচনে তাদের চেহারা প্রকাশ্যে আসল। আমাদের ক্ষমতা রয়েছে একা লড়াই করার। আর ওরা জানে একা লড়লে একটা গ্রাম পঞ্চায়েত আসনও জিততে পারবে না ৷"