Anganwadi Center Chaos খিচুড়িতে কেন্নো, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ অভিভাবকদের - অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ অভিভাবকদের

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 17, 2022, 8:08 PM IST

Updated : Feb 3, 2023, 8:26 PM IST

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের (Anganwadi Center) রান্না করা খিচুড়িতে পাওয়া গেল কেন্নো (Millipede in Food Prepared for Children) ৷ ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই (Khirpai) পৌরসভা এলাকার 6 নম্বর ওয়ার্ডে ৷ স্থানীয় গঙ্গাদাসপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করা হয়েছিল ৷ সেই খিচুড়ি পরিবেশনও করা হয় কয়েকটি শিশুকে ৷ কিন্তু, তারপরই দেখা যায় খিচুড়িতে একটি মরা কেন্নো পড়ে রয়েছে ৷ এরপরই বাচ্চাদের খাবার পরিবেশন বন্ধ করে দেওয়া হয় ৷ তবে, সেই খবর চাউর হতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা ৷ ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী মিনা পাল ৷ একইসঙ্গে, বেশ কিছু সমস্যার কথাও তুলে ধরেছেন তিনি ৷ একই সুর শোনা গিয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা অভিভাবকদের গলাতেও ৷
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.