Agitation in Panskura: পড়ুয়াদের থলেতে নিম্নমানের খাদ্য সামগ্রী, উত্তেজনা পাঁশকুড়ার স্কুলে - Agitation breaks out at Panskura school
🎬 Watch Now: Feature Video
পড়ুয়াদের নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগে উত্তেজনা পাঁশকুড়ার স্কুলে (Agitation at Panskura school) । সোমবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বারাঙ্গাবাজার প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। এলাকাবাসীদের অভিযোগ, মুরগির ডিমের পরিবর্তে হাঁসের ডিম দেওয়া হচ্ছে পড়ুয়াদের। এমনকী এক্ষেত্রে রেশনের পোকা ধরা খাদ্য সামগ্রীও ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ ৷ যদিও এই সমস্ত অভিযোগ অভিযোগ অস্বীকার করেছেন স্কুল শিক্ষিকা জাহানারা বিবি ।
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST