Abhishek in Nabo Jowar: বিবেকানন্দ স্ট্যাচুতে মালা না দিয়ে বিতর্কে অভিষেক - নবজোয়ার কর্মসূচি
🎬 Watch Now: Feature Video
কাঁচাপাড়ায় নবজোয়ার কর্মসূচিতে এসে বিবেকান্দের মূর্তিতে মাল্যদান না করেই চলে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ জনসংযোগ যাত্রায় শনিবার উত্তর 24 পরগনায় এসেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড ৷ কাঁচরাপাড়ায় বীজপুর বিধানসভার কাঁপা মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল ৷
প্রথমে গাড়ি থেকে নেমে সেখানে উপস্থিত থাকা সাংসদ, মন্ত্রী ও বিধায়কদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন ৷ বেশ কিছুটা রাস্তা হাঁটার পর আবারও তিনি গাড়ির উপরে উঠে যান । গাড়ির উপরে বসে সাধারণের উদ্দেশ্য গোলাপ ফুলের পাপড়ি ছড়াতে থাকেন । কিছুটা গিয়ে স্থানীয় লোকের থেকে তৃণমূলের একটি ঝান্ডা চেয়ে নিয়ে তা উড়াতে থাকেন । এরপর গাইঘাটার সভাস্থলে রওনা দেন অভিষেক । এদিনের কর্মসূচিতে যোগ দিতে এসে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান না করা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে ৷ যদিও এই ব্যাপারে অবশ্য অভিষেক বন্দ্য়োপাধ্যায় কোনও মন্তব্য করেননি ৷ এদিন অভিষেকের কনভয় য়াওয়ার সময় জনসাধারণের উৎসাহ উপচে পড়ে ৷ অভিষেককে দেখতে রাস্তার দু’ধারে ভিড় জমান এলাকাবাসী ৷ যা দেখে সহজেই বোঝা যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার থেকে কোনও অংশে কম নয় অভিষেকের জনপ্রিয়তা ৷