Abhishek Banerjee Meeting: প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্গাপুরে লণ্ডভণ্ড অভিষেকের সভাস্থল - Abhishek Banerjee

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 16, 2023, 5:23 PM IST

সোমবার পূর্ব বর্ধমানের আউসগ্রামে কালবৈশাখীর তাণ্ডবের জেরে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচির জন্য তৈরি হওয়া সুসজ্জিত অধিবেশন স্থল। মঙ্গলবার ফের মাত্র আধঘন্টার প্রাকৃতিক দুর্যোগে দুর্গাপুরে লন্ডভন্ড হয়ে গেল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের জন্য সুসজ্জিত গেট থেকে সভাস্থল। দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয়ের সামনে ভেঙে পড়েছে তোরণ,হোর্ডিং থেকে ব্যানার ৷ শহরজুড়ে ভেঙে পড়েছে বহু গাছপালা। রাস্তায় যানবাহন চলাচলও বন্ধ হয়ে গিয়েছে। পুলিস প্রশাসন তড়িঘড়ি ভাঙা গাছের ডালপালা সরানোর পাশাপাশি তোরণ সরানোর কাজও শুরু করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচিকে ঘিরে সেজে উঠেছে দুর্গাপুর। মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলা সফরে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাত্রিবাস করবেন দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে, যা চিত্রালয় মেলা ময়দান নামে খ্যাত। এখানেই হবে জেলার 62টি পঞ্চায়েত ও 7টি পঞ্চায়েত সমিতির অধিবেশন। 

কিন্তু ঠিক সভার আগের দিনেই সোমবার বিকেলে হঠাৎ ঝরে লন্ডভন্ড হয়ে গিয়েছে সভা স্থলে তৈরি করা তাঁবুগুলি। ভেঙেও পড়েছে বেশ কয়েকটি ৷ দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয়ের সামনে ভেঙে পড়া তোরণ পরিষ্কার করতে পুলিশ ও দমকল বিভাগের কর্মীদেরকে একযোগে কাজ করতে দেখা গিয়েছে। বেশ কয়েকদিন ধরেই পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা গোটা দুর্গাপুরকে সাজিয়ে তুলেছিলেন ফ্লেক্স, ব্যানার ও দলীয় পতাকা দিয়ে। কালবৈশাখীর তাণ্ডবের কারণে গোটা শহরের সুসজ্জিত চেহারা ক্ষণিকের মধ্যে বদলে গিয়েছে। ফলে নির্ধারিত সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও দুর্যোগের কারণে সেই সময় অনেকটাই পিছিয়ে যায় ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.