Viral Video of Monkey: বোলপুর স্টেশনের অনুসন্ধান কেন্দ্রে কম্পিউটার চালাচ্ছে হনুমান, ভাইরাল ভিডিয়ো - অনুসন্ধান কেন্দ্র
🎬 Watch Now: Feature Video
Published : Sep 19, 2023, 6:05 PM IST
বোলপুর-শান্তিনিকেতন রেলস্টেশনের অনুসন্ধান কেন্দ্রের কম্পিউটার টেবিলে বসে হনুমান! শুধু বসে নয়, রীতিমতো কম্পিউটারের কি-বোর্ডে আঙুল রেখে কী যেন টাইপ করছে। দেখে মনে হচ্ছে সেই যেন রেলের অনুসন্ধান কেন্দ্রের কর্মী ৷ এমনই একটি ভিডিয়ো সোমবার থেকে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যা নিয়ে সকলের উৎসাহ তুঙ্গে ৷
বোলপুর-শান্তিনিকেতন স্টেশনের ভিতরে অনুসন্ধান কেন্দ্র রয়েছে। সেখানে তথ্য যাচাই করার একটি কম্পিউটার রাখা রয়েছে। প্রায় সময় বোলপুর স্টেশনে হনুমানের দল দাপাদাপি করে। কিন্তু, একটি বড় হনুমান অনুসন্ধান কেন্দ্রে ঢুকে রীতিমতো চেয়ারে বসে মনোযোগ সহকারে কম্পিউটারটি দেখছে। তারপরেই গভীর আগ্রহে কম্পিউটার পর্যবেক্ষণ করছে কি-বোর্ড প্রেস করে ৷ হনুমানের সেই কীর্তির ভিডিয়ো ক্যামেরাবন্দি করেন এক যুবক ৷ মুহূর্তে তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। রেলকর্মীরাও হনুমানের এই কাণ্ড দেখে অবাক! তারাও উপভোগ করেছেন বিষয়টি।
এই ঘটনার মাসদু'য়েক আগে গুজরাতে হনুমানের ফুচকা খাওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায় ৷ ভিডিয়োতে দেখা গিয়েছিল একটি ফুচকার দোকানের সামনে দাঁড়িয়েছিলেন বেশ কয়েকজন ক্রেতা। আচমকাই লাফ দিয়ে সেখানে হাজির হয় এক হনুমান। একেবারে ফুচকা বিক্রেতার ঠেলাগাড়িতে চড়ে বসে। তাকে দেখেই একটি প্লেটে করে ফুচকা এগিয়ে দেন বিক্রেতা। গপগপ করে ফুচকাটি খেয়েও ফেলে হনুমানটি।