Valentine's Day 2023: ভ্যালেন্টাইন্স ডে-তে ঝাঁট দিয়ে পরিবেশ প্রেমের বার্তা হবু শিক্ষকদের
🎬 Watch Now: Feature Video
প্রেমদিবসের দিন কেবলমাত্র প্রেমিক প্রেমিকাকে নয়, ভালোবাসতে হবে পরিবেশকেও ৷ সমাজকে এই বার্তা দিতে ভ্যালেন্টাইন্স ডে-র দিন ঝাড়ু হাতে দেখা গেল হবু শিক্ষকদের । মঙ্গলবার ঝাড়গ্রাম শহরের (Jhargram News) রবীন্দ্র পার্ক থেকে শহরকে সাফাই অভিযান নামে সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়ের 150 জন পড়ুয়া ৷ তাঁদের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল এবং অন্যান্য শিক্ষকরা ৷ এছাড়াও ছিলেন ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ ।
ঝাড়গ্রাম শহরকে পরিষ্কার করার জন্য পড়ুয়ারা এদিন 8টি ভাগে ভাগ হয়ে একাধিক জায়গা বাছাই করে সাফাই অভিযান শুরু করে । পাঁচ মাথার মোড় থেকে পাঁচ নম্বর রাজ্য সড়ক ধরে সেটেলমেন্ট মোড় পর্যন্ত একটি দল, আবার শহরের ছিমছাম মোড় থেকে ঝাড়গ্রাম রাজ কলেজ পেরিয়ে পেপার মিলের মোড় পর্যন্ত একটি দল সাফাই অভিযান করে ৷ এইভাবেই সিএফ এনড্রোজ স্কুল থেকে শুরু করে ঝাড়গ্রাম আইটিআই কলেজ পর্যন্ত, ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড় থেকে শুরু করে ডিএম অফিস, রবীন্দ্র পার্ক থেকে শুরু করে ঝাড়গ্রাম থানা, এসডিও বাংলো, জেলখানা মোড়, সার্কিট হাউস, পাঁচ মাথার মোড় থেকে মধুবন মোড়, কেড়িয়া পেট্রোল পাম্প থেকে জামদা, বাছুরডোবার মোড় থেকে চক্ষু হাসপাতাল পর্যন্ত সাফাই অভিযান করা হয় ।
এই বিশেষ দিনে সাফাই অভিযান প্রসঙ্গে সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল আশিস কুমার গুপ্ত জানান, সেবায়তন শিক্ষণ মহাবিদ্যালয় এবং ঝাড়গ্রাম পৌরসভার সঙ্গে আলোচনার মাধ্যমে ঠিক করি শহরজুড়ে সাফাই করা হবে ৷ আজকের দিনটা হচ্ছে মানুষের ভালোবাসার দিন ৷ আমরাও চাই মানুষ তাদের এলাকাকে ভালোবাসুক, প্রকৃতিকে ভালোবাসুক । ভালোবাসাটাই এভাবেই তৈরি হয় মানুষ যখন সুস্বাস্থ্যের অধিকারী হন । যখন পরিবেশ ভালো থাকে । যাতে পরিবেশের প্রতি, মানুষের প্রতি, এলাকার প্রতি ভালোবাসা তৈরি হয় তার জন্যই আজকের দিনটিকে বেছে নেওয়া ।