Driver Beaten by Police: ডাম্পার চালককে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, প্রতিবাদে পথ অবরোধ পাড়ুইয়ে - A driver allegedly beaten by police officer
🎬 Watch Now: Feature Video
এক ডাম্পার চালককে মেরে চোখ থেকে রক্ত বের করে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে সোমবার সকাল 11টা থেকে পাড়ুইয়ের বোলপুর-সিউড়ি রাস্তায় অবরোধ করেন গাড়ি চালক ও স্থানীয় বাসিন্দারা (Panrui Road Block) ৷ বর্তমানে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই ডাম্পার চালক শেখ নূর আলমের চিকিৎসা চলছে ৷ অভিযুক্ত পুলিশ অফিসারকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন বোলপুরের এসডিপিও নিখিল আগরওয়াল । ডাম্পার, লরি, ট্রাক দাঁড় করিয়ে বীরভূম জেলায় পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ দীর্ঘদিনের ৷ পাড়ুই থানার রসাইপুর গ্রামের বাসিন্দা শেখ নূর আলম পেশায় ডাম্পার চালক । 4 ডিসেম্বর রাতে ইলামবাজার কৃষক বাজারের কাছে পুলিশ তাকে দাঁড় করায় ৷ অভিযোগ পুলিশ টাকা চায়, টাকা দেওয়ার পরেও বচসা থেকে ওই চালককে মারধর করে ইলামবাজার থানার এক পুলিশ অফিসার (A driver allegedly beaten by police officer) ৷
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST