IPL Betting: বাড়ি ভাড়া নিয়ে চলছিল ক্রিকেট বেটিং, গ্রেফতার 3 - আইপিএলে বেটিং
🎬 Watch Now: Feature Video
বাড়িভাড়া নিয়ে আইপিএলে বেটিং করার অভিযোগে শনিবার ভিন রাজ্যের এক ব্যক্তি-সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ । এই নিয়ে বিগত চার দিনে মোট 12 জনকে আইপিএলে বেটিং করার অভিযোগে গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট । পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইপিএল চলছে । যে কারণে বেটিংয়ের মতো অপরাধ রুখতে নজরদারি বাড়িয়েছে পুলিশ । কড়া নজর রয়েছে শহরের হোটেলগুলিতেও । যার ফলে পুলিশের চোখে ধুলো দিতে শিলিগুড়ি সংলগ্ন চম্পাসারি এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়েছিল অভিযুক্তরা ৷ সেখানেই চলছিল বেটিং । গোপন সূত্রে খবর পেয়ে, শহরের বেশ কিছু এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধাননগর থানা ও শিলিগুড়ি থানার পুলিশ । ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে ৷
পুলিশ সূত্রে খবর, ধৃত বাসিন্দা মোহিত আগরওয়াল সেভক রোডের বাসিন্দা ৷ অক্ষয় বোরার বিকানের এবং জলপাইগুড়ির বানারহাটের বাসিন্দা রমেশ নায়েক । ধৃতদের রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । ধৃতদের কাছ থেকে 29টি মোবাইল, টিভি, ল্যাপটপ ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ । ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলেই জানিয়েছেন পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী ।