রামলালার অভিষেকের জন্য আসছে উত্তরাখণ্ডের 28টি পবিত্র নদীর জল
🎬 Watch Now: Feature Video
Published : Jan 14, 2024, 1:13 PM IST
Holy Rivers Water of Uttarakhand: 22 জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে । ভগবান রামের মূর্তির অভিষেকের জন্য তাই দেবভূমি উত্তরাখণ্ডের 28টি পবিত্র নদীর জল পাঠানো হচ্ছে অযোধ্যায় । চারধাম গঙ্গোত্রী যমুনোত্রী গঙ্গা, অলকানন্দা, ভাগীরথী, বিষ্ণু গঙ্গা, মন্দাকিনী, যমুনা, রাম গঙ্গা, গোরি গঙ্গা, কালী গঙ্গা, কোসি, পিন্ডার নদী ইত্যাদির জল পুজোর সময় রাম মন্দিরে ব্যবহার করা হবে । রবিবার এই জল পৌঁছেছে রামপুরের কিংবদন্তি সিদ্ধপীঠ মাতা বাল সুন্দরী মন্দির পিপলি বনে । এখানে এসে সাধুরা মাতার আশীর্বাদ নেন । এরপর পাড়ি দেন অযোধ্যার উদ্দেশে ।
শ্রী পঞ্চনাম জুনা আখড়ার সেক্রেটারি মোহন ভারতী মহারাজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সমগ্র উত্তরাখণ্ডের সমস্ত পৌরাণিক তীর্থস্থানের জল অযোধ্যায় নিয়ে যাওয়া হচ্ছে । জুনা আখড়ার ছড়ি যাত্রা শেষ হয়েছে গত মাসে । চারধাম বন্ধ হওয়ার আগেই জল সংগ্রহ করা হয়েছিল । এরপর সেই জল অযোধ্যায় নিয়ে যাওয়া হচ্ছে । এই জলগুলি প্রাণ প্রতিষ্ঠার সময় অভিষেকের জন্য কাজে লাগবে । এই জল নিয়ে অযোধ্যায় যাচ্ছেন জুনা আখড়ার সাধুরা ।
প্রয়াগরাজ কুম্ভ মেলার ইনচার্জ মোহন ভারতী আরও জানান, নদীর ঘাটে ঘাটে ভগবান রাম উপস্থিত রয়েছেন । সমস্ত নদীর পবিত্র জল এবং তীর্থস্থানের মাটিও অযোধ্যায় যাচ্ছে । রাম মন্দিরের উদ্বোধন সবার জন্য আনন্দের মুহূর্ত । এমন সুযোগ সারা জীবনে আর নাও আসতে পারে । ভগবান রাম তাঁর বিশাল মন্দিরে উপবিষ্ট হতে চলেছেন । রামভক্তরা খুব উত্তেজিত । 22 জানুয়ারি দীপাবলি উদযাপন করবে গোটা দেশ ।