Exam With New Born Baby : হাসপাতালের বেডেই সদ্যজাতকে নিয়ে মাধ্যমিক পরীক্ষা মায়ের - Rampurhat Government Medical College & Hospital
🎬 Watch Now: Feature Video
কয়েক ঘন্টার সদ্যজাতকে (New Born Baby) কোলে নিয়ে হাসপাতালের বেডেই মাধ্যমিক পরীক্ষা দিল ঝুমা খাতুন। ঘটনাটি বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Rampurhat Government Medical College & Hospital) । এদিন ছিল মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা। ঝুমার বাড়ি বীরভূমের মাড়গ্রামে, সেখানকার উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী সে। তার পরীক্ষার সিট পড়েছিল মল্লারপুর আম্বা হাইস্কুলে। ইতিহাস পরীক্ষা দেওয়ার দিনই তার প্রসব যন্ত্রণা ওঠে। পরীক্ষা কেন্দ্র থেকেই তাকে সরাসরি রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতেই একটি পুত্র সন্তানের জন্ম দেয় ঝুমা। এদিন ঝুমার আবেদন মতো স্কুল কতৃপক্ষ হাসপাতালেই তার পরীক্ষার ব্যবস্থা করে ৷
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST