Student Returns from Ukraine : যুদ্ধদীর্ণ ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন কেন্দুয়াডিহির সৌমাল্য - Madical Student Soumalya Mukharjee Returns from War torn Ukraine
🎬 Watch Now: Feature Video
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরেছেন বাঁকুড়ার কেন্দুয়াডিহির সৌমাল্য মুখোপাধ্যায় (Madical Student Soumalya Mukharjee Returns from War-torn Ukraine) ৷ সৌমাল্য মেডিক্যালের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ৷ যুদ্ধ শুরু হওয়ার পর বাকিদের সঙ্গে টানা 6 দিন হস্টেলের বেসমেন্টে ছিলেন তিনি ৷ সেখানে বন্ধুবান্ধব এবং বাকিদের সঙ্গে আতঙ্কে দিন কাটিয়েছেন সৌমাল্য ৷ তারপর কোনও রকমে ইউক্রেন সীমান্ত পেরিয়ে পোল্যান্ডে গিয়ে পৌঁছান এবং সেখান থেকে ভারতীয় দূতাবাসের সাহায্যে দিল্লি হয়ে আজ ভোরে বাঁকুড়ার বাড়িতে ফেরেন তিনি ৷ ইটিভি ভারতকে এই ক’দিনের বিভীষিকাময় সফরের কথা জানালেন সৌমাল্য মুখোপাধ্যায় ৷
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST
TAGGED:
Student Returns from Ukraine