Left Front Rally At Raiganj : আনিশের মৃত্যুর সুবিচার ও মীনাক্ষীদের মুক্তির দাবিতে বামেদের মিছিল - আনিশের মৃত্যুর সুবিচারের দাবিতে বামেদের মিছিল
🎬 Watch Now: Feature Video
বাম ছাত্রনেতা আনিশ খান মৃত্যুর ঘটনার সুবিচারের দাবিতে এবং যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ যেসব ছাত্রনেতাদের পুলিশ গ্রেফতার করেছে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজ্যব্যাপী আন্দোলনে নেমেছে সিপিএম তথা বামফ্রন্ট (Left Front Rally At Raiganj)। রবিবার উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরে এই আন্দোলনে সামিল হল উত্তর দিনাজপুর জেলা বামফ্রন্ট নেতৃত্ব। ছাত্রনেতা আনিশ খানের মৃত্যুর প্রতিবাদে এবং পুলিশের নৃশংসতার প্রতিবাদ জানিয়ে রায়গঞ্জ শহরে প্রতিবাদ মিছিল বের করে সিপিএম, আরএসপি-সহ তাদের ছাত্র সংগঠনের নেতৃত্বরা ৷ রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে থানা রোড হয়ে রায়গঞ্জ গার্লস হাইস্কুল মোড়ে গিয়ে শেষ হয় মিছিল। বাম সংগঠনের এই প্রতিবাদ মিছিলে ছিল একটাই স্লোগান 'পুলিশের হাতে ছাত্রনেতা আনিশ মৃত্যুর ঘটনার বিচার চাই এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সাধারণ সম্পাদিকা তথা সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ পুলিশের হাতে গ্রেফতার হওয়া ছাত্র নেতাদের নিঃশর্ত মুক্তি চাই ৷'
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST
TAGGED:
Left Front Rally At Raiganj