Iskon Worship CM Gifted Idols : ইসকনে মহাঅভিষেক মুখ্যমন্ত্রীর দেওয়া দু‘টি বিগ্রহের - MAYAPUR ISCKON
🎬 Watch Now: Feature Video
দোল পূর্ণিমার দিন মায়াপুরের ইসকন মন্দিরে মহাঅভিষেক মুখ্যমন্ত্রীর দেওয়া দুটি বিগ্রহের ৷ ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস-সহ বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। সেইমতো সাজিয়ে তোলা হয়েছে বিগ্রহ দু‘টিকে। প্রসঙ্গত, 2018-র 13 ফেব্রুয়ারি ইসকন মন্দির দর্শনে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ISKCON to worship CM Mamata Banerjee gifted idols in Mayapur) । তখনই ওই বিগ্রহ দুঁটিকে তিনি ইসকনের হাতে তুলে দেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST