কোরোনায় বিশ্বে কোরোনা আক্রান্ত 77 লাখ 39 হাজার 424 জন - বিশ্বে কোরোনা আক্রান্তের সংখ্য়া
🎬 Watch Now: Feature Video
কোরোনায় জর্জরিত গোটা বিশ্ব ৷ এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন 77 লাখ 39 হাজার 424 জন । মৃতের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে । বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত অ্যামেরিকায় । তারপরই রয়েছে ব্রাজ়িল, রাশিয়া, ভারত ও ইউনাইটেড কিংডম । চিনে গত ডিসেম্বরে দেখা দেওয়া এই মারণ ভাইরাসের এখনও পর্যন্ত কোনও প্রতিষেধক আবিষ্কার হয়নি ৷ বিশ্বের অধিকাংশ দেশেই এই সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে ৷ বিশ্বের কোন দেশ কতটা প্রভাবিত কোরোনা ভাইরাসে , দেখুন ভিডিয়ো...